সারাদেশে শোকের ছাড়া, চলে গেলেন জনপ্রিয় অভিনেত্রী

জনপ্রিয় অভিনেত্রী ও নাট্যজগতের পরিচিত মুখ গুলশান আরা আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন জনপ্রিয় পরিচালক কাজল আরেফিন অমি।

অমি তার পোস্টে লেখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের প্রিয় গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০-এ ইন্তেকাল করেছেন।” তিনি আরও লেখেন, “ব্যাচেলর পয়েন্ট”-এ কাবিলার আম্মা এবং ‘নোয়াখালীর চেয়ারম্যান’ চরিত্রে তিনি ছিলেন অনবদ্য। আপা, আপনাকে আমরা চিরকাল মনে রাখবো। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন।”

গুলশান আরা আহমেদের অভিনয় যাত্রা শুরু হয়েছিল ২০০২ সালে, বাংলাদেশ টেলিভিশনে তালিকাভুক্ত শিল্পী হিসেবে। যদিও তার মনের আকাঙ্ক্ষা ছিল চলচ্চিত্র অভিনেত্রী হওয়ার, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে তিনি অভিনয় করেন প্রয়াত নির্মাতা এনায়েত করিম পরিচালিত চলচ্চিত্র ‘কদম আলী মাস্তান’-এ।

তার এই হঠাৎ মৃত্যুতে শোকাহত পুরো শোবিজ অঙ্গন। সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *