বাংলাদেশে আবারও বাড়ানো হলো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এবার ভরিতে ১ হাজার ৩৬৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৯৮ টাকা।
শুক্রবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে। এটি রোববার (১৮ মে) থেকে কার্যকর হবে।
নতুন দাম অনুযায়ী:
* ২১ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৫৯,৫০৫ টাকা
* ১৮ ক্যারেট সোনা: প্রতি ভরি ১,৩৬,৭১৪ টাকা
* সনাতন পদ্ধতির সোনা: প্রতি ভরি ১,১২,৯৭৮ টাকা
তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমান রুপার দর:
* ২২ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৮১১ টাকা
* ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,৬৮৩ টাকা
* ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ২,২৯৮ টাকা
* সনাতন রুপা: প্রতি ভরি ১,৭২৬ টাকা