শিকাগোর বিপক্ষে শুরুর একাদশেই ছিলেন মেসি। ম্যাচে দারুণ পারফর্ম করেও গোলের দেখা বা গোল করাতে পারেননি আর্জেন্টাইন তারকা। শিকাগোর বিপক্ষে ফ্রি–কিক থেকে দুবার মেসির শট ক্রসবারে লাগে। তবে এদিন মেসির ভাগ্য তার সঙ্গ দেয়নি।
শিকাগোর মাঠে ম্যাচের তৃতীয় মিনিটেই গোল পেতে পারতেন মেসি। কিন্তু বক্সের বাইরে থেকে মেসির শট কোনোভাবে ঠেকান শিকাগো গোলরক্ষক ক্রিস ব্রাডি। এরপর পুরো ম্যাচ জুড়েই মেসি ও তার দল একের পর এক প্রচেষ্টা করেও গোলের দেখা পাননি কেউ।
বিরতির পর দুই দলই বেশকিছু পরিবর্তন করে। তবুও গোল করতে পারেনি কোনো দল। এদিকে শিকাগোর ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিত ছিলেন এই ম্যাচ দেখতে। শিকাগো ও মায়ামির ম্যাচ দেখতে এসেছিলেন ৬২,৩৫৮ জন দর্শক।
টানা দু্ই ড্রয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় চার নম্বরে আছে মায়ামি। ৭ ম্যাচে ১৫ পয়েন্ট মায়ামির। ওপরে থাকা তিনটি দলই অবশ্য মায়ামির চেয়ে একটি করে ম্যাচ বেশি খেলেছে। শীর্ষে কলম্বাসের পয়েন্ট ৮ ম্যাচে ১৮।