বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের নিথর দেহ যখন বাড়িতে পৌঁছায়, যেন গোটা গ্রাম স্তব্ধ হয়ে যায়। বুকফাটা কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে গ্রামের বাড়ী ময়মনসিংহের ভালুকার কাইচান গ্রামে। বাবা প্রবাসী জসিম উদ্দিন ছেলের লাশ একবার চোখের দেখা দেখতে কুয়েত থেকে ছুটে এসেছেন। ঘরের ভেতর মায়ের আহাজারি, বোনের মূর্ছা যাওয়া—সব মিলিয়ে যেন শোকের ছায়ায় ঢেকে যায় পুরো পরিবার। ছেলের লাশের পাশে দাঁড়িয়ে শত শত মানুষ অশ্রু বিসর্জন দিচ্ছেন। সবার মুখে একই কথা—এ মৃত্যু মেনে নেওয়া যায় না।
মাসুদ দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, নিহত পারভেজ ছিল শান্তশিষ্ট ভদ্র। বিশ্ববিদ্যালয় থেকে এসে সে নীরূবিলী থাকতেন। গ্রামের সকলের প্রিয় ছিল নিহত পারভেজ।
নিহত পারভেজের মামা সবুজ জানাান, আমার ভাগিনাকে সন্ত্রাসীরা মাইরা ফালাইছে। আমরা ওদের ফাঁসী চাই।
নিহত বাবা জসিম উদ্দিন দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আমার ছেলেকে হত্যার খবর শুনে কুয়েত এসেছি ভোরে। ৮ বছর ধরে সন্তানদের সুখের কথা চিন্তা করে নিজের সুখ বিসর্জন দিয়ে প্রবাসে থাকি। আমার ছেলে যারা হত্যা করেছে তাদের ভিডিও ফুটেজ আছে। এখনো কেন সন্ত্রাসীরা গ্রেফতার হচ্ছে। আমার ছেলেকে হত্যাকারীদের ফাঁসি চাই বলে কান্নায় ভেঙ্গে পড়েন।
সন্তানের শোকে মা পারভিন আকতার বার বার মুর্ছা যাচ্ছেন। নিহত জাহিদুল ইসলাম পারভেজের লাশ রাখা হয়েছে কাইচান পাঠকবাড়ী ঈদগাহ মাঠে একটি ফ্রিজআপ এ্যাম্বুলেন্সে রাখা হয়েছে। লাশ এক নজর দেখার জন্য শত শত মানুষ ভীড় করছেন।
জানা যায়, নিহত পারভেজের লাশ রবিবার (২০ এপ্রিল) রাত ৯ টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে। শোকসন্তপ্ত পরিবারকে শান্তনা দিতে বিশ্ববিদ্যালয়ে ৬ শিক্ষক প্রতিনিধি এবং তার সহপাঠীরা এদিন বিকালে নিহত পারভেজের বাড়ীতে আসেন।
এর আগে এদিন বেলা সাড়ে ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ছাত্রদল ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরপর বেলা দেড়টার দিকে নিজ ক্যাম্পাসে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের দ্বিতীয় অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (১৯ এপ্রিল) বিকাল ৪টায় রাজধানীতে বেসরকারি প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছুরিকাঘাতে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের হত্যার ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। তিনি শাখা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।