রাজশাহীতে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় মোটরসাইকেলসহ পিষ্ট হয়ে বাবা-মেয়ের দুই পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে বাঘা উপজেলার বানিয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বানিয়াপাড়ার মালয়েশিয়া প্রবাসী শান্ত ইসলাম (৪৫) এবং তার মেয়ে উম্মে তুরাইয়া (৫)। সে গ্রীন হেভেন স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী।
জানা গেছে, সকালে শান্ত তার স্ত্রী ও সন্তানকে নিয়ে একটি মোটরসাইকেল যোগে মেয়ের স্কুলে যাচ্ছিল। পথিমধ্যে বানিয়াপাড়ায় পৌঁছালে ঢাকাগামী সুপার সনি নামের একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়। এতে বাবা-মেয়ে ও মোটরসাইকেল বাসের নিচে চাপা পড়ে। এ সময় বাসের চাকা মোটরসাইকেলের উপর দিয়ে চলে যাওয়ায় বাবা ও মেয়ের শরীর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়। এই ঘটনায় শান্তর স্ত্রীও আহত হয়েছেন।
আরও পড়ুন : হাসনাতকে এক সপ্তাহের মধ্যে ক্ষমা চাইতে হবে, জেলা বিএনপির আল্টিমেটাম
পরে স্থানীয়রা বাবা-মেয়েকে উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করে ।
এ বিষয়ে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান জানান, দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারীরা পালিয়ে যায়। বাসটি জব্দ করে পুলিশ থানায় নিয়ে এসেছে।