এবার বাংলাদেশী নায়িকা প্রভার ;সে;ক্স; ভিডিও প্রকাশ (লিঙ্ক সহ)
এবার বাংলাদেশী নায়িকা প্রভার ;সে;ক্স; ভিডিও প্রকাশ (লিঙ্ক সহ)
ক্যারিয়ার শুরুতেই সাড়া জাগিয়েছিলেন সাদিয়া জাহান প্রভা। বেশ কিছু মানসম্মত কাজের মাধ্যমে ছন্দেই পথ চলছিলেন তিনি। কিন্তু জনপ্রিয়তার পারদ যখন ঊর্ধ্বমুখী, তখন হঠাৎ করে হয় ছন্দপতন। প্রাক্তন প্রেমিক রাজিবের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। এ ঘটনায় ঘোর অন্ধকার নেমে আসে তার জীবনে। প্রেমিক থেকে স্বামীতে রুপান্তরিত অভিনেতা অপূর্বও হাত ছেড়ে দেন তার। এরপর অনেকটা সময় পর্দার আড়ালে ছিলেন প্রভা। তারপর আবার পর্দায় ফেরেন। কাজ দিয়ে সারিয়ে তুলেছেন অতীতের সেই ক্ষত। বর্তমানে অভিনয় করছেন নিয়মিত। কিন্তু তারপরও মাঝে মাঝে রাজীব ও সেই ভিডিওর কথা টেনে এনে তাকে ক্ষত-বিক্ষত করেন নেটিজেনরা। এবার এমনই এক পরিস্থিতির সম্মুখীন হয়ে রাজীবের সঙ্গে প্রেমের সম্পর্কে মুখ খুললেন প্রভা।


