৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ

মাত্র ৫ মিনিটের কালবৈশাখী ঝড়ে গোপালগঞ্জের মুকসুদপুরে গাছপালা ভেঙে ঢাকা-খুলনা মহাসড়ক এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। সোমবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ কালবৈশাখী ঝড় হয়।

মুকসুদপুর উপজেলা ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মেহেদি হাসান বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র ৫ মিনিটে ঝড়ে মুকসুপুর উপজেলার দাসেরহাট থেকে পুরাতন মুকসুদপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় মহাসড়কের পাশের বিভিন্ন ধরনের ৩০ থেকে ৪০টি গাছপালা ভেঙে পড়লে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়কের দুই পাশে অ্যাম্বুলেন্সসহ অসংখ্য যানবাহন আটকা পরে। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের কর্মীরা গাছ কেটে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

দাসেরহাট এলাকার বাসিন্দা পরেশ বিশ্বাস বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় শুরু হয়। মাত্র ৫ মিনিটের ঝড়ে মহাসড়কের পাশের গাছপালা ভেঙে পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা মহাসড়ক থেকে গাছ কেটে অপসারণ করলে যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসরিম আক্তার বলেন, ঝড়ের পর গাছ সরিয়ে নেয়ায় যান চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *