৪ নেতার পদত্যাগ, যা জানা গেল

কুড়িগ্রামের উলিপুর উপজেলা বিএনপির সদ্যঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে চরম অসন্তোষের জেরে পদত্যাগ করেছেন দলটির চার শীর্ষস্থানীয় নেতা। শুক্রবার (১৬ মে) দুপুরে উলিপুর শহরের হাজী সুপার মার্কেটে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতারা হলেন—উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম ফুলু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান নূরেচ্ছোবাহ স্টার, উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মতলেবুর রহমান এবং সদস্য আমিনুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আমিনুল ইসলাম ফুলু সরাসরি অভিযোগ করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা চৌধুরী দীর্ঘ ১৭ বছর ধরে দলের কেন্দ্রীয় কোনো কর্মসূচিতে অংশ নেননি। বরং তিনি আওয়ামী লীগ ঘনিষ্ঠদের বিভিন্ন পদে বসিয়ে নিজেকে নিরাপদ রেখেছেন। এমনকি পৌর আওয়ামী লীগ সভাপতি আনিছুর রহমানকে প্যানেল মেয়র নিয়োগ দিয়ে দলবদলকারীদের প্রতিষ্ঠিত করেছেন বলেও দাবি করেন তিনি।

এছাড়া সদ্যঘোষিত কমিটিতে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ঘনিষ্ঠ, এমনকি মামলার আসামিদেরও অন্তর্ভুক্ত করার অভিযোগ তোলা হয়। উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়—৬৩ নম্বর মামলার আসামি শহিদুল রহমান, আওয়ামী লীগের হয়ে নির্বাচনে কাজ করা সাইফুল ইসলাম বাদল ও রফিকুল ইসলামের নাম। বাদলকে সম্প্রতি আওয়ামী লীগ প্রার্থী সৌমেন্দ্র প্রসাদ পান্ডের প্রচারেও দেখা গেছে বলেও দাবি করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, কমিটি ভারসাম্য রেখে গঠিত হয়েছে। যাদের মনঃপূত হয়নি, তারা হয়তো অভিযোগ করছেন। তবে এখন পর্যন্ত তার হাতে কোনো পদত্যাগপত্র জমা পড়েনি।

সংবাদ সম্মেলনে পদত্যাগকারী নেতাদের সমর্থনে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আবু জাফর সোহেল রানা, সাবেক ছাত্রনেতা ফিরোজ কবীর কাজলসহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *