সাবেক এনআইডি ডিজির এনআইডি লকড

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুবিভাগের সাবেক মহাপরিচালক (ডিজি) সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের এনআইডি লক করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) সালেহ উদ্দিনের এনআইডি ব্লক করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) ইসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) নির্দেশনায় সালেহ উদ্দিনের এনআইডি লক করা হয়। সম্প্রতি সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনের এনআইডি ব্লক করার জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছিলো দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের পাঠানো চিঠিতে বলা হয়েছিল, দুদকের উপপরিচালক মো. সাইদুজ্জামান বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মেজর জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিনসহ দুইজন ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞাসহ জাতীয় পরিচয়পত্র ব্লক করণের আদেশ প্রদানের আবেদন করেছেন।

সেই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি করে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দরখাস্ত মঞ্জুর করে দুদক। এক্ষেত্রে জনস্বার্থে বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচায়পত্র ব্লক করার নির্দেশনা দেয় সংস্থাটি। এই নির্দেশনা পাওয়ার পর ইসির অনুমোদনের ভিত্তিতে সংশ্লিষ্ট আইটি শাখা সালেহ উদ্দীন ও তার স্ত্রীর এনআইডি ব্লক করেছে। সম্প্রতি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনসহ তার পরিবারের ১০ সদস্যের এনআইডি ব্লক করে ইসি। এনআইডি ব্লক করা হলে নাগরিক সেবা বিঘ্নিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *