টানা কয়েকদিনের বৃষ্টির পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। তবে দেশের বিভিন্ন অঞ্চলে এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় রাতের মধ্যেই দেশের ১০ জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, রোববার (১ জুন) রাত ১টা পর্যন্ত ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে দেশের সর্বোচ্চ ৪০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে নেত্রকোণায় ১৭৯ মিলিমিটার ছাড়াও চট্টগ্রামের সীতাকুণ্ডে ১৩৫, চট্টগ্রামে ১২০, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০৩, ময়মনসিংহে ৯৪, টেকনাফে ৮৩, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮০, চট্টগ্রামের আমবাগানে ৬৩, রাঙামাটিতে ৫৬ মিলিমিটারসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। এই অবস্থায় বর্ধিত ৫ দিনের শেষদিকে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।



 
                     
                    