ভারতীয় কোম্পানির সাথে ২ কোটি ১০ লাখ ডলারের চুক্তি বাতিল করলো বাংলাদেশ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নৌবাহিনীর জন্য টাগবোর্ড (টাগ বোট) সরবরাহে করা ২ কোটি ১০ লাখ মার্কিন ডলারের (প্রায় ১৮০ কোটি রুপি) চুক্তি বাতিল করেছে বাংলাদেশ। ২৩ মে ভারতের একাধিক শীর্ষস্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, চুক্তিটি ছিল কলকাতা-ভিত্তিক ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ (GRSE)-এর সঙ্গে, যা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাভুক্ত একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জন্য জাহাজ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ করে থাকে।

ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে, ভারতের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহনে ভারতীয় কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করায় বাংলাদেশ এই চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। বিশেষ করে উত্তর-পূর্ব ভারতের ‘সেভেন সিস্টারস’ অঞ্চলকে কেন্দ্র করে বাংলাদেশকে “সমুদ্রের একমাত্র অভিভাবক” বলে উল্লেখ করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের এক মন্তব্যকে কেন্দ্র করে ভারত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়।

এছাড়া ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, ড. ইউনুস চীনের প্রতি আহ্বান জানিয়েছিলেন যেন তারা এই অঞ্চল ব্যবহার করে বাণিজ্য সম্প্রসারণ করে। এরই পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশি পণ্যের জন্য স্থলবন্দর ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে।

‘ইন্ডিয়া টুডে’ জানায়, বাংলাদেশের সিদ্ধান্তে ভারতের প্রতিরক্ষা খাতে তাৎপর্যপূর্ণ একটি চুক্তি স্থগিত হলো। অন্যদিকে, ‘এনডিটিভি’র তথ্য অনুযায়ী, গত আট বছরে ভারত বাংলাদেশকে লাইন অব ক্রেডিটের (LoC) আওতায় ৮ বিলিয়ন মার্কিন ডলার ঋণ দিয়েছে, যার মাধ্যমে বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো নির্মাণ হয়েছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনার একটি নতুন দিক স্পষ্ট হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *