বিশ্বাসই করতে পারছেন না ভক্তরা—এই জনপ্রিয় অভিনেত্রী আর নেই!

জনপ্রিয় ব্রিটিশ টেলিভিশন সিরিজ ‘আপস্টয়ার্স ডাউনস্টয়ার্স’র সহ-নির্মাতা এবং অভিনেত্রী জিন মার্শ মারা গেছেন। রোববার (১৩ এপ্রিল) মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

জিন মার্শের মুখপাত্র তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, জিন মার্শের মৃত্যুর কারণ সম্পর্কে জানা যায়নি এখনো।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পর্দা ও মঞ্চের পরিচিত মুখ জিন মার্শ ১৯৭০-এর দশকে ইংল্যান্ডের এডওয়ার্ডিয়ান শ্রেণিব্যবস্থা সংশ্লিষ্ট কঠোর সংগ্রামী চরিত্রে এবং শেষ পর্যন্ত দয়ালু থাকার চরিত্রে অভিনয়ের জন্য এমি জিতেছিলেন।

এ ব্রিটিশ অভিনেত্রী হলিউডের সিনেমায়ও অভিনয় করেছেন। এর মধ্যে রয়েছে ‘ক্লিওপেট্রা’, ‘উইলো’ এবং আলফ্রেড হিচকের ‘ফ্রেঞ্জি’ এবং ‘ডক্টর হু’ টিভি সিরিজে দেখা গেছে তাকে।

অভিনেত্রী জিন মার্শ ১৯৯১ সালে ডেম আইলিন অ্যাটকিন্সের সঙ্গে জুটি বেঁধে বিবিসির ‘দ্য হাউজ অব এলিয়ট’ নির্মাণ করেন। মঞ্চে উইলিয়াম শেক্সপিয়ার ও জর্জ বার্নার্ড শো’র নাটকে অভিনয় করে অন্যন্য কৃতিত্ব লাভ করেছেন। তবে ২০১১ সালে স্ট্রোক করলে এরপর থেকে অভিনয়ে অনিয়মিত হন তিনি। এ কারণে এই সময় পর্দায় খুব কম দেখা গেছে তাকে।

লন্ডনে জন্মগ্রহণকারী জিন মার্শ পাঁচ বছর ধরে অভিনেতা জন পার্টউইর সঙ্গে বিবাহিত ছিলেন। নাটকে অনবদ্য অভিনয়ের জন্য ২০১২ সালে ব্রিটিশ সাম্রাজ্যের অফিসার (ওবিসি) উপাধি দেয়া হয় তাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *