বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে হত্যা, প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন: ওমর সানী

রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীর মধ্যে বিবাদের জেরে ‘ছুরিকাঘাতে’ এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। ২৩ বছর বয়সী এ শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে।

শিক্ষার্থী হত্যার প্রতিবাদে বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকেই হত্যাকারীদের গ্রেপ্তার সহ ফাঁসির দেয়ার কথা বলছেন। সেই কাতারে আছে দেশের এক সময়ের জনপ্রিয় অভিনেতা ওমর সানী। শিক্ষার্থীকে হত্যার ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তি দাবি করেছেন রাষ্ট্রের কাছে। 

রোববার (২০ এপ্রিল) সোশ্যাল মিডিয়ার এক পোস্টে ওমর সানী লিখেন, মেয়ে দেখে কেউ হাসলো আর কেউ কাঁদলো এতে করে একটা প্রাণ চলে যাবে। রাষ্ট্র মেয়েদুটার অ্যারেস্টের ছবি দেখান যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান, প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন, মানুষ দেখে আবার হাসাহাসি করুক অসুবিধা নাই।

সবশেষ তিনি লিখেন, রাষ্ট্রের উপর কনফিডেন্স আছে অপেক্ষায় থাকলাম। এদিকে বনানী থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এ ঘটনায় আটজনকে আসামী করে হত্যা মামাল করা হয়েছে । ইতিমধ্যে তাদের গ্রেফতারের চেষ্টাও চলছে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *