পোশাকের সাইজ XL বা XXL এর মধ্যে ‘X’—র অর্থ কী? ৯০% মানুষের অজানা

পোশাকের সাইজ XL বা XXL এর মধ্যে ‘X’—র অর্থ কী? ৯০% মানুষের অজানা

লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোন ক্ষেত্রেই সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নগুলি জিজ্ঞাসা করা হয়। তাই আপনিও যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই ধরনের তথ্যগুলি নিয়মিত জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হল যা আপনার সহায়ক হতে পারে।

পোশাকের সাইজ

১) প্রশ্নঃ ৭৫ দিনব্যাপী ভারতীয় ভাষা উৎসব কোথায় শুরু হলো?

উত্তরঃ লখনৌতে ৭৫ দিনব্যাপী ভারতীয় ভাষা উৎসব শুরু হলো।

আরও পড়ুনঃ ব্যারিস্টার সুমনের আইনজীবী মো. সহিদুল ইসলাম আদালতে দাবি জানিয়ে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে জড়ানো হয়েছে। আমরা আদালতকে বলেছি ঘটনার তারিখ ও সময়ে তিনি ঘটনাস্থলে ছিলেন না। আমরা আরো বলেছি এই মামলায় ব্যারিস্টার সুমনের কোনো সংশ্লিষ্টতা নেই। মূলত তার ব্যক্তিগত ক্যারিয়ার নষ্ট করার জন্য উদ্দেশ্যে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।’ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড আদেশ মঞ্জুর করেন।
২) প্রশ্নঃ হর্ষবর্ধন (Harshavardhana) কোন রাজবংশের রাজা ছিলেন?

উত্তরঃ পুষ্যভূতি রাজবংশের রাজা ছিলেন হর্ষবর্ধন।

৩) প্রশ্নঃ কার স্মৃতিতে কুতুব মিনার (Qutub Minar) নির্মিত হয়েছিল?

উত্তরঃ কুতুবউদ্দীন বক্তিয়ার কাকির স্মরণে কুতুবউদ্দিন আইবক কুতুব মিনার নির্মাণ শুরু করেন, যা দিল্লিতে অবস্থিত।

৪) প্রশ্নঃ কোন প্রণালী সুমেরু মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে?

উত্তরঃ সুমেরু ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে বোরিং প্রণালী (The Boring Strait)।

৫) প্রশ্নঃ কোন বছরে অরুণাচল প্রদেশ ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়?

আরও পড়ুনঃ আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ নিয়ে মুখ খুললেন সাবেক সচিব
উত্তরঃ ১৯৮৭ সালে অরুণাচল প্রদেশ (Arunachal Pradesh) ভারতের একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়।

৬) প্রশ্নঃ সংবিধানের কত ধারায় কারখানাতে শিশুশ্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে?

উত্তরঃ ১৪ বছরের নিচের শিশুদের কাজে লাগানো আইনত অপরাধ, যা সংবিধানের ২৪ ধারায় বলা হয়েছে।

৭) প্রশ্নঃ ভারতে পঞ্চায়েত রাজ ব্যবস্থায় কতগুলি স্তর রয়েছে?

উত্তরঃ তিনটি স্তর রয়েছে — গ্রাম পর্যায়ে গ্রাম পঞ্চায়েত, ব্লক পর্যায়ে পঞ্চায়েত সমিতি আর জেলা পর্যায়ে জেলা পরিষদ।
৮) প্রশ্নঃ ইনফোসিস (Infosys) কে প্রতিষ্ঠিত করেছিলেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *