পরীমণির ঝুলন্ত মরদেহ উদ্ধার সত্যতা নিয়ে যা জানা গেলো!

ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা পরীমণি জীবিত ও সুস্থ আছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের দাবিতে একটি গুজব ছড়িয়ে পড়েছে। রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, এ ধরনের কোনো ঘটনার সত্যতা নেই।

ভাইরাল হওয়া পোস্টগুলোতে দেখা যায়, ‘বিস্তারিত কমেন্টে’ উল্লেখিত লিংকে ক্লিক করলে প্রথমে একটি প্রতিবেদনের আংশিক দেখা যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা বিভিন্ন বিজ্ঞাপন পেজে রিডাইরেক্ট হয়ে যায়।

রিউমর স্ক্যানারের বিশ্লেষণে স্পষ্ট হয়েছে, এই তথাকথিত প্রতিবেদনটি প্রকাশ করেছে ‘Regular360’ নামের একটি অজানা ও ভূঁইফোড় সাইট। প্রতিবেদনের তারিখ হিসেবে ১৯ মে ২০২৫ উল্লেখ করা হলেও, মূলধারার কোনো গণমাধ্যমে এমন ঘটনার সত্যতা পাওয়া যায়নি।

পরীমণির অফিসিয়াল ফেসবুক পেজেও ১৯ মে সকালের একটি পোস্ট দেখা গেছে। যা প্রমাণ করে, তিনি সুস্থ ও স্বাভাবিক আছেন।

গুজবে কান না দিয়ে যাচাই করুন তথ্য। নিশ্চিত হোন, প্রিয় তারকা পরীমণি জীবিত ও সুস্থ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *