ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, প্রস্তুত ভোলার ৮৬৯টি আশ্রয়কেন্দ্র

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘শক্তি’ ধীরে ধীরে প্রবল রূপ নিচ্ছে। সম্ভাব্য ক্ষয়-ক্ষতি মোকাবিলায় ভোলা জেলা প্রশাসন সম্পূর্ণ প্রস্তুতি নিয়েছে।

শনিবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, ঝড়ের প্রভাবে সম্ভাব্য ক্ষতি থেকে জনগণকে সুরক্ষা দিতে জেলায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র ও ১৪টি মাটির কিল্লা প্রস্তুত রাখা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে ১৩ হাজার ৮৬০ জন স্বেচ্ছাসেবক প্রস্তুত আছে। পাশাপাশি গঠন করা হয়েছে ৯৮টি মেডিকেল টিম এবং পশু চিকিৎসার জন্য ২১টি বিশেষ টিম।

জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে রয়েছে ২ লাখ ২০০ একানব্বই মেট্রিক টন চাল, ১ হাজার ১৫টি শুকনো খাবারের প্যাকেট এবং ৬ লাখ ২২ হাজার টাকা নগদ অর্থ—যা দুর্যোগপীড়িতদের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে কাজে লাগানো হবে।

এছাড়া, ঘূর্ণিঝড় ‘শক্তি’কে কেন্দ্র করে জেলার সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। দুর্গম চর এলাকার মানুষকে নিরাপদ আশ্রয়ে নিতে কোস্টগার্ড, নৌবাহিনী এবং পুলিশের বিশেষ ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *