শরীরের অঙ্গ ও তার গঠন ব্যক্তির ব্যক্তিত্ব, স্বভাব ও ভবিষ্যৎ জানাতেও সক্ষম। ব্যক্তির ঠোঁটের গঠন দেখেও তাঁর স্বভাব ও ব্যক্তিত্ব সম্পর্কে সহজেই জেনে নেওয়া যায় যাবতীয়।

শরীরের বিভিন্ন অংশের আকার দেখে মানুষটি কেমন, সে বিষয়ে অনেক কিছুই বলে দেওয়া যায়। হাত, পা, আঙুল প্রভৃতি দেখে যে রকম একটি মানুষের সম্বন্ধে বলা যায় সে রকম ঠোঁট দেখেও মহিলা ও পুরুষদের অনেক কিছু স্বভাব বৈশিষ্ট জানা যায়।

সামুদ্রিক শাস্ত্রে ব্যক্তির শরীরের গঠনের ভিত্তিতে তাঁদের বর্তমান, ভবিষ্যই সম্পর্কে জানা যায়। এই শাস্ত্র অনুযায়ী ব্যক্তির প্রতিটি অঙ্গ তাঁর ব্যক্তিত্বের প্রকাশ ঘটায়। এই শাস্ত্র অনুযায়ী শরীরের অঙ্গ ও তার গঠন ব্যক্তির ব্যক্তিত্ব, স্বভাব ও ভবিষ্যৎ জানাতেও সক্ষম। ব্যক্তির ঠোঁটের গঠন দেখেও তাঁর স্বভাব ও ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। এ বার দেখে নেওয়া যাক ঠোঁটের আকার অনুযায়ী কোন মানুষ কেমন।
3/10

ব্যক্তির ঠোঁটের গঠন দেখেও তাঁর স্বভাব ও ব্যক্তিত্ব সম্পর্কে জানা যায়। এ বার দেখে নেওয়া যাক ঠোঁটের আকার অনুযায়ী কোন মানুষ কেমন। প্রতীকী ছবি।
advertisement
4/10

মোটা ঠোঁট- সাধারণত, যে জাতকের ঠোঁট মোটা হয়, তাঁরা রাগী স্বভাবের হয়ে থাকেন। মাঝেমধ্যে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন এই রাশির জাতকরা। তবে এঁরা জেদি স্বভাবের হন। এই জাতকদের মন অশান্ত থাকে। পাশাপাশি ধৈর্যের অভাব দেখা দেয় এঁদের মধ্যে।