চেন্নাইয়ের রাস্তায় প্রকাশ্যে ঘুরছেন শেখ হাসিনা, জানা গেল সত্যতা

গত বছরের ৫ আগস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত এক অভ্যুত্থানের প্রেক্ষাপটে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন। এরপর থেকে তিনি জনসম্মুখে আর দেখা দেননি—এমনটাই প্রচারিত হয়ে আসছে।

সম্প্রতি, ভারতের চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তার মধ্যে শেখ হাসিনা চোখের পরীক্ষা করাতে গেছেন—এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

তবে ভিডিওটির সত্যতা নিয়ে ইতোমধ্যেই অনুসন্ধান চালিয়েছে রিউমর স্ক্যানার।

তাদের অনুসন্ধানে উঠে এসেছে, শেখ হাসিনার চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে ভারত সরকারের নিরাপত্তায় যাওয়ার দাবিটি বিভ্রান্তিকর এবং অসত্য। মূলত, যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর সময় ধারণ করা হয়েছিল।

সে সময় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১১ দিনের এক রাষ্ট্রীয় সফরে কানাডা ও যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। সফরের শুরুতে তিনি কানাডার মন্ট্রিলে অনুষ্ঠিত পঞ্চম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)-এ অংশ নেন এবং এরপর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য নিউইয়র্কে যান। ভাইরাল ভিডিওটি নিউ ইয়র্কে তার আগমনের মুহূর্তে ধারণ করা।
এই তথ্য যাচাইয়ে রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে—বর্তমান সময়ে চেন্নাইয়ে চিকিৎসার দাবিতে যে ভিডিও ছড়ানো হচ্ছে, সেটি আসলে পুরনো একটি ভিডিও এবং ভুলভাবে প্রচার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *