কারাগার থেকে জামিন, যেভাবে মুক্তি পেলেন নুসরাত ফারিয়া!

একদিন আগেই আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়েছিল চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে। কিন্তু মঙ্গলবার (২০ মে) সকালেই ঢাকার সিএমএম আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।

বিতর্কিত এক মামলায় নাম জড়ানোর পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ড যাওয়ার সময় তাকে ইমিগ্রেশন পুলিশ আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

কি অভিযোগ ছিল?

২০২৪ সালে রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সংঘটিত এক হত্যাচেষ্টা মামলায় তাকে আসামি করা হয়। একই মামলায় আরও ১৬ জন শোবিজ তারকার নাম রয়েছে।

সোমবার মামলার তদন্ত কর্মকর্তা, উপপরিদর্শক বিল্লাল ভূঁইয়া আদালতে ফারিয়াকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তবে মঙ্গলবার সকাল ৯টার দিকে তাকে আবার আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *