কমেছে আকরিক লোহার দাম

বিশ্ববাজারে আকরিক লোহার দাম সপ্তাহজুড়ে পতনের মুখে পড়েছে। চীনে দুর্বল ইস্পাত চাহিদা ও উৎপাদন কমে যাওয়ায় এই ধাতুর দাম চাপে রয়েছে। খবর বিজনেস রেকর্ডার

শুক্রবার (০৭ নভেম্বর) চীনের দালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে জানুয়ারি মেয়াদের সবচেয়ে বেশি লেনদেন হওয়া আকরিক লোহার ফিউচার চুক্তির দাম ১.১৬ শতাংশ কমে দাঁড়ায় প্রতি মেট্রিক টন ৭৬৬ ইউয়ান বা ১০৭ দশমিক ৫৪ ডলার। সপ্তাহ শেষে দামটি প্রায় ৩ দশমিক ৯৫ শতাংশ হ্রাস পাওয়ার পথে।

অন্যদিকে, সিঙ্গাপুর এক্সচেঞ্জে ডিসেম্বরের বেঞ্চমার্ক আকরিক লোহার দাম শুক্রবার ১ দশমিক ৭৯ শতাংশ কমে প্রতি টন ১০২ দশমিক ০৫ ডলার হয়েছে। পুরো সপ্তাহে এই চুক্তির দাম কমেছে প্রায় ৩ দশমিক ৯ শতাংশ।

অ্যানজেড ব্যাংকের বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে চীন অতিরিক্ত উৎপাদন ক্ষমতা কমানোর উদ্যোগ নিয়েছে। বিশেষত ইস্পাত খাতে দ্রুত উৎপাদন বৃদ্ধি লাভজনকতায় চাপ ফেলায় এ খাতে নিয়ন্ত্রণ আরোপ করছে দেশটি।

স্টিলহোমের তথ্য বলছে, উত্তর চীনের প্রধান ইস্পাত উৎপাদন অঞ্চলে ব্লাস্ট ফার্নেসে উৎপাদন কমায় ইস্পাতের মোট উৎপাদনও হ্রাস পেয়েছে।

চীনা ব্রোকার গ্যালাক্সি ফিউচারস জানিয়েছে, রিয়েল এস্টেট, অবকাঠামো ও উৎপাদন খাতে চাহিদা কমে যাওয়ায় তৃতীয় প্রান্তিকে ইস্পাতের ব্যবহার কমেছে। চতুর্থ প্রান্তিকেও পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই বলে প্রতিষ্ঠানটির পূর্বাভাস।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের ইস্পাত খাত রক্ষায় জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ ও অর্থমন্ত্রী লার্স ক্লিংবেইল ইউরোপীয় দেশগুলোর মধ্যে ‘অর্থনৈতিক দেশপ্রেম’ জোরদারের আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ইউরোপীয় কমিশন শুল্কমুক্ত ইস্পাত আমদানির কোটার পরিমাণ অর্ধেকে নামিয়ে এনে কোটার বাইরে আমদানির শুল্ক ৫০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে।

এদিকে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান আর্সেলরমিত্তাল তৃতীয় প্রান্তিকে প্রত্যাশার চেয়ে ভালো আয় করেছে এবং ২০২৬ সালের জন্য ইতিবাচক পূর্বাভাস দিয়েছে। তবে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সময়ে সামগ্রিক চাহিদা দুর্বল ছিল এবং বাজারে নতুন করে মজুত বাড়ানোর কোনো লক্ষণ দেখা যায়নি।

দালিয়ান এক্সচেঞ্জে কোকিং কয়লা ও কোকের দাম সামান্য বেড়েছে ০ দশমিক ১৬ ও ০ দশমিক ১১ শতাংশ। সাংহাই ফিউচার এক্সচেঞ্জে বেশিরভাগ ইস্পাত পণ্যের দামও বেড়েছে। রিবারের দাম ০ দশমিক ৪৩ শতাংশ, ওয়ার রড ০ দশমিক ০৬ শতাংশ এবং স্টেইনলেস স্টিল ০ দশমিক ০৮ শতাংশ বেড়েছে। তবে হট-রোল্ড কয়েলের দাম সামান্য ০ দশমিক ০৬ শতাংশ কমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *