নিরাপদ যৌন জীবন, অবাঞ্ছিত গর্ভধারণ প্রতিরোধ এবং যৌনবাহিত রোগ (STD) থেকে সুরক্ষার অন্যতম কার্যকর পদ্ধতি হলো কনডমের ব্যবহার। বিশেষজ্ঞরা বলছেন, দেশে এখনো অনেকেই কনডম ব্যবহারে সচেতন নন, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দশকে কনডম ব্যবহারের হার কিছুটা বেড়েছে হলেও তা এখনও আশানুরূপ নয়। অনেক দম্পতি কিংবা তরুণ-তরুণী কনডম ব্যবহারে সংকোচ বোধ করেন কিংবা ভুল ধারণায় থাকেন, যার কারণে অপ্রত্যাশিত গর্ভধারণ বা যৌনরোগের ঝুঁকি বেড়ে যায়।
স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মাহমুদা পারভীন বলেন, “কনডম শুধু গর্ভনিরোধই নয়, বরং এটি এইচআইভি, সিফিলিস, গনোরিয়া সহ বিভিন্ন যৌনরোগ প্রতিরোধে খুবই কার্যকর। জনসচেতনতা বাড়ানো ছাড়া এর ব্যবহার বাড়ানো সম্ভব নয়।”
এ বিষয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, “দেশব্যাপী কনডম ব্যবহারের সচেতনতা বাড়াতে স্কুল, কলেজ ও গণমাধ্যমে তথ্যভিত্তিক প্রচার চালানো হচ্ছে।”