এক বিছানায় দুই স্ত্রী নিয়ে থাকলে ইসলাম কী বলে

ইসলাম একাধিক বিবাহকে নিরুৎসাহিত না করলেও, এতে ইনসাফ বজায় রাখাকে কঠোরভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অনেকেই জানতে চান—এক রুমে বা এক বিছানায় দুই স্ত্রীকে নিয়ে ঘুমানো জায়েজ কি না?

আলেমদের ব্যাখ্যায়, তিনটি শর্ত পূরণ হলে এটি অনুমোদনযোগ্য হতে পারে:

১. স্ত্রীদের সম্মতি: কোনো স্ত্রী যদি আপত্তি করেন, তবে এক রুমে বা এক বিছানায় থাকা জায়েজ নয়। কারণ এতে পারস্পরিক হিংসা বা বৈরিতা তৈরি হতে পারে।

২. পর্দা ও লজ্জাস্থানের আদব রক্ষা: একজন স্ত্রীর সামনে অন্য স্ত্রীর দেহ অনাবৃত হওয়া বা বিবাহিত সম্পর্কের প্রকাশ (সহবাস) সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এমন আচরণে উভয়েরই গুনাহ হতে পারে।

৩. আলাদা কম্বল ও ব্যবধান: যদি এক বিছানায় দুইজন স্ত্রী ঘুমানও, তাহলে আলাদা কম্বল এবং মাঝখানে শারীরিক দূরত্ব বা পর্দা থাকতে হবে।

হাদিসে এসেছে, পুরুষের মতো নারীদের মধ্যেও ‘সতর’ বা লজ্জাস্থান রক্ষা অপরিহার্য। একজন নারীর সামনে আরেক নারীও নিজের দেহ খোলা রাখতে পারে না।

তাই ইসলাম নারী-পুরুষ নির্বিশেষে পর্দা ও শালীনতার প্রতি কঠোর। এসব বিষয়ে সচেতন না হলে সম্পর্ক ও ইবাদতের মাঝে ফেতনা তৈরি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *