আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ গ্রেপ্তার

গাড়িবহরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের এক মামলায় নীলফামারীর ডোমারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তোফায়েল আহমেদ পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া গ্রামের মৃত ছওকত আলীর ছেলে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় নীলফামারী ১ (ডোমার-ডিমলা) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন অধ্যাপক রফিকুল ইসলাম। নির্বাচনী প্রচারণার সময় বিএনপি সমর্থকদের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে সম্প্রতি ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয় বিএনপির পক্ষে।

ওই মামলায় তোফায়েল আহমেদ নামীয় আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে। ওই মামলায় ইতিমধ্যে প্রধান আসামি উক্ত আসনের আওয়ামী লীগের সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *