অভিনেতা সিদ্দিককে নিয়ে কী বললেন সাবেক স্ত্রী মারিয়া মিম

কয়েকদিন আগে রাজধানীর একটি এলাকায় ব্যাপক মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করা হয় ছোটপর্দার আলোচিত অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে। পরদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলশানের এক হত্যাচেষ্টা মামলায় আদালত সাতদিনের রিমান্ড দেন এ অভিনেতাকে।

এ ঘটনার রেশ কেটে গেলেও এবার তাকে নিয়ে প্রশ্ন করা হয় তার সাবেক স্ত্রী মডেল ও অভিনেত্রী মারিয়া মিমকে। সম্প্রতি অনুষ্ঠিত তারকাদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন তিনি। সেখানে এক সাক্ষাৎকারে নিজের খোলামেলা পোশাক ও সাবেক স্বামীকে নিয়ে কথা বলেন এ অভিনেত্রী।

মারিয়া মিম বলেন, আমাকে পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয়। কিন্তু দেশে তো ছোট পোশাক পরি না আমি, বিদেশে পরি। কেননা, আমি বার্সেলোনায় বড় হয়েছি। এ জন্য ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি। আমাকে এ ধরনের পোশাকে দেখতে বেশ ভালোও লাগে।

তিনি বলেন, বলিউডের কেউ ছোট পোশাক করলে তখন তার প্রশংসা করা হয়। কিন্তু আমরা ছোট পোশাক পরলে তখন তা ভালো লাগছে না। আমি মনে করি, মানুষের মানসিকতার পরিবর্তন হওয়া প্রয়োজন। কেননা, মিডিয়াতে কাজ করতে হলে তো গ্ল্যামারস থাকা চাই, সুন্দর সুন্দর পোশাক পরতে হবে।

এ অভিনেত্রী বলেন, ছোট পোশাক তো তারাই পরবে যাদের মানায়, সুন্দর লাগবে। যারা ফিট না, তারা যদি ছোট পোশাক পরে বা ওয়েস্টার্ন ড্রেস পরে তাহলে দেখতে খারাপ লাগবে।

এদিকে সাক্ষাৎকারের একপর্যায়ে তার সাবেক স্বামী অভিনেতা সিদ্দিকের ব্যাপারে প্রশ্ন করা হয় মারিয়া মিমকে। কিন্তু তাকে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। এ অভিনেত্রী বলেন, তার সঙ্গে ৬-৭ বছর আগে আমার ডিভোর্স হয়েছে। সে তো এখন আর আমার স্বামী নন। এ জন্য এই ব্যাপারে কিছু বলতে চাই না আমি।

প্রসঙ্গত, ২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মারিয়া মিম। ২০১৩ সালে তাদের সংসারে আসে প্রথম সন্তান আরশ হোসেন। কিন্তু তাদের এই সংসার বেশিদিন টিকে উঠেনি। ২০১৯ সালের শেষ দিকে বিচ্ছেদ হয় এই জুটির। এরপর দু’জনের কেউই অবশ্য আর বিয়ে করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *