সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার খবর নিয়ে নানা ধরণের বিভ্রান্তিমূলক সংবাদ ছড়িয়ে পড়েছে।
বলা হচ্ছে মেজর সিনহা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও উপপরিদর্শক লিয়াকত আলীর ফাঁসি কার্যকর করা হবে। তবে বিষয়টি গুজব বলে জানিয়েছে কারা অধিদপ্তর।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুজব ছড়িয়েছে যে ওসি প্রদীপের ফাঁসি আগামী সাত দিনের মধ্যে কার্যকর হতে যাচ্ছে।
তবে ফ্যাক্টওয়াচ নামক তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান অনুসন্ধানে প্রমাণ করেছে যে, এই তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন।
জানা যায়, কোনো মামলায় বিচারিক আদালতে রায়ে আসামির মৃত্যুদণ্ড হলে তা কার্যকরে হাইকোর্টের অনুমোদন লাগে, যা ডেথ রেফারেন্স মামলা হিসেবে পরিচিত। এ ছাড়া দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের জেল আপিল ও নিয়মিত আপিল ও বিবিধ আবেদন করার সুযোগ রয়েছে। সাধারণত ডেথ রেফারেন্স ও আসামিদের করা এসব আপিল ও আবেদনের ওপর একসঙ্গে শুনানি হয়ে থাকে।
সিনহা হত্যা মামলায় বিচারিক আদালতের রায়ের পর রায়সহ নথিপত্র ২০২২ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় পৌঁছে, যা একই বছর ডেথ রেফারেন্স মামলা হিসেবে নথিভুক্ত হয়।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জুলাই বাংলাদেশ সময় রাত ৯টায় কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহত হন।