মারা গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী
সাবেক মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিষয়টি তার পরিবার গণমাধ্যমকে জানিয়েছে।
আবুল হাসান মাহমুদ আলী ১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরের খানসামা উপজেলার ডাক্তারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা তৎকালীন পাকিস্তান সরকারের মন্ত্রী হাসান আলী।

আবুল হাসান মাহমুদ আলী দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ তিনি ২০২৪ সালের ১১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৯ সালের জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্রমন্ত্রী এবং এর আগে ২০১২ থেকে ২০১৩ সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।
আবুল হাসান মাহমুদ আলী একজন কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৬৪ সালে তিনি একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৬৬ সালে তিনি পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরে যোগদান করেন।
পাকিস্তান সরকারের অধীনে একজন কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করার সময় আবুল হাসান মাহমুদ আলী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০২৪ সালে ছাত্র-নেতৃত্বাধীন জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে তিনি তার সংসদীয় আসন হারান।



