বিদেশে লোক পাঠিয়ে বৈধ কাগজপত্র দিতে দেবি করার মোবাইল চোর আখ্যা দিয়ে এক ব্যক্তিকে চলন্ত ট্রেনের জানালা দিয়ে ট্রেন থেকে নিচে ফেলার ঘটনা ঘটেছে।
রোববার (১৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার লালশরপুর স্টেশন থেকে সান্তাহার অভিমুখী একটি কমিউটার ট্রেনে এই ঘটনা ঘটে। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটিকে কেন্দ্র করে দেশজুড়ে চলছে আলোচনা এবং সমালোচনা।
ট্রেন থেকে পড়ে যাওয়া ওই ব্যক্তির নাম সুভাষ রহমান (৪০)। তার বাড়ি নওগাঁর রাণীনগর উপজেলার পারইল গ্রামে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে অভিযুক্ত মটিউরকে চোর এবং কুইটাইটার বলে দাবি করেছেন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মটিউরের পরিবারের সদস্যরা।
খোঁজ নিয়ে জানা যায়, মটিউর পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। দুই বছর আগে দুর্ঘটনায় এবং এ্যাপেনডিক্স অপারেশনের মাধ্যমে বিদেশে লোক পাঠানোর কাজ করেন। ২০ দিন আগে বগুড়ার তালপুকুর এলাকার মোহাম্মদ হোলের কলোনির বাসিন্দা মোস্তাক হোসেনের সঙ্গে ৮ লাখ টাকার বিনিময়ে সোবি নামে এক যুবকের সৌদি আরব পাঠানোর চুক্তি হয়। সোবির পরিবারের বৈধ কাগজপত্র পেতে দেরি হওয়ায় তারা পরিবারকে সদস্যরা ৭-৮ দিন আগে মটিউরের ছোট ভাই রাকিব এবং অভিযুক্ত মটিউরকে মোবাইল চোর এবং কুইটাইটার আখ্যা দিয়ে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন বলে দাবি করেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়াদানকারী মটিউরের পরিবার।
মটিউরের ছোট ভাই রাকিব জানান, হাবিব হোসেন ও আব্বাস বাবার পরিচয়ে অটোরিকশা চালক ছিলেন। গত তিন বছর ধরে তারা সৌদি আরব এবং মালয়েশিয়ায় মানুষ পাঠানোর কাজ করছেন। এরই ধারাবাহিকতায় তারা অন্তত ৪-৫ জনকে সৌদি পাঠিয়েছেন। তারা সেখানে গিয়ে ফোন দিয়ে ১০ থেকে ১৫ দিন পর বাবার বাবা মটিউর এবং তার ছোটভাই রাকিবের সঙ্গে তালপুকুরের হোলের কলোনির মোস্তাক হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। পছন্দ হলে টাকা দিয়ে দেন। সৌদি আরব পাঠানোর কথা বলে মোস্তাকের সঙ্গে ৮ লাখ টাকায় চুক্তি হয়। সোবির কাগজপত্র প্রস্তুত করতে কিছুদিন সময় লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তারা ৭ দিন আগে মটিউরকে ট্রেনে তুলে বগুড়ায় যাওয়ার পথে মোস্তাকের লোকজন ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে দাবি করেন রাকিব।
এ সময় তাদের এক সঙ্গে প্রায় ৪-৫টি কমিউটার ট্রেন বগুড়া ঝুলে পড়েন। বাবার বাড়ি ফেরার পথে মটিউরকে নিয়ে মোস্তাক ও তার সহযোগীরা একসঙ্গে ট্রেনে ওঠেন। এক পর্যায়ে বগুড়ার আদমদীঘি উপজেলার লালশরপুর স্টেশনের কাছাকাছি পৌঁছালে মোস্তাকের লোকজন জানালার পাশে বসা মটিউরকে ধাক্কা দিয়ে ট্রেন থেকে ফেলে দেন।