টঙ্গীতে যে কারণে দুই শিশুকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে তাদের মা

গাজীপুরের টঙ্গীতে মালিহা আক্তার (৬) ও মো. আব্দুল্লাহ ইবনে ওমর (৪) নামে দুই সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার মা আলেয়া বেগম আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

রোববার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হলে তিনি এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আলেয়া বেগম তার দুই সন্তানকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন এবং সেই মোতাবেক তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

এর আগে গাজীপুরের টঙ্গীতে আরিচপুর জামাইবাজার এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে শুক্রবার সন্ধ্যায় দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘর থেকে রক্তমাথা একটি বঁটি উদ্ধার করা হয়।

নিহত মালিহা আক্তার ও আব্দুল্লাহ ইবনে ওমরের বাবার নাম আবদুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার এলাকার সেতু ভিলা নামে আটতলা ভবনের তৃতীয়তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকায় নিজ ঘরে ধারালো বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই সন্তানকে হত্যা করা হয়। হত্যার অভিযোগে ওই দিন রাতেই পুলিশ তার মা আলেয়া বেগমকে গ্রেফতার করে। পরদিন শনিবার ওই ঘটনায় নিহতদের পিতা বাতেন মিয়া বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় তিনি অজ্ঞাত ব্যক্তিদের আসামি করেন।

টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, তিনি নিজের সম্পৃক্ততার কথা আমাদের কাছে স্বীকার করেছেন এবং আদালতেও তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের কার্যক্রম শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *